• Teacher's Photo

    Teacher's Photo

  • Group Photo

    Group Photo

  • School Banner

    School Banner

Message Corner
  • Md. Safiqul Islam

    Md. Safiqul Islam

    Headmaster

Welcome to New Hope International School
প্রধান শিক্ষকের কিছু কথা
 
সৃষ্টির ঊষালগ্ন থেকেই মানুষ নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে চায়। এ প্রকাশ করতে চাওয়া মানুষের একটি সহজাত গুণ। কোমলমতি ছাত্র-ছাত্রীদের এ সহজাত প্রবৃদ্ধিকে বিকশিত করতে যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে নিউ হোপ ইন্টারন্যাশনাল স্কুল দেশের যোগ্য নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলছে। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সত্যিকার তথ্যভিত্তিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি দেশের মানব সম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এ প্রচেষ্টার পেছনে একদল সুযোগ্য শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও পরিচালনার সাথে সংশ্লিষ্টদের অবদানের কথা না বললেই নয়। পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থণা করি, এই প্রতিষ্ঠানটি যে সুনাম অর্জন করছে তা যেন সকলের আন্তরিক প্রচেষ্টায় অব্যাহত থাকে। পরিশেষে নিউ হোপ ইন্টারন্যাশনাল স্কুল মানুষ গড়ার কারখানা হিসেবে যে সাফল্য অর্জন করছে তা যেন অব্যাহত থাকে সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অত্র প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ।
 
                                                                                         মোঃ সফিকুল ইসলাম
                                                                                                  প্রধান শিক্ষক
                                                                                      নিউ হোপ ইন্টারন্যাশনাল স্কুল
Read More
Why Should you Choose New Hope International School ?

* উচ্চ শিক্ষিত, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান *শ্রেণিতেই একশত ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়। * ইংরেজি ও গণিত বিষয়ের উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ। * সাপ্তাহিক পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান। * সমাপনী ও বৃত্তি পরীক্ষার অনুমোদন প্রাপ্ত। * শিক্ষাসফর, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। * CCTV, IP Camera , Sound System এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। * সার্বক্ষনিক বিদ্যুৎ এর ব্যবস্থা। * শিশু শ্রেণি গুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে নেওয়া হয়।

Our Teachers